SAHIH AL BUKHARI | CHAPTER - REVELATION | HADITH NO 4
STUDY HADITH
হাদিসের বাখ্যা
SAHIH BUKHARI (সহি বুখারি)
Revelation ( উদ্ঘাটন)
Hadith
No. 4
Hadith(হাদিস):
আরবি উচ্চারণ ঃ
قَالَ ابْنُ شِهَابٍ
وَأَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ
اللَّهِ الأَنْصَارِيَّ، قَالَ ـ وَهُوَ يُحَدِّثُ عَنْ فَتْرَةِ الْوَحْىِ، فَقَالَ
ـ فِي حَدِيثِهِ " بَيْنَا أَنَا أَمْشِي، إِذْ سَمِعْتُ صَوْتًا، مِنَ السَّمَاءِ،
فَرَفَعْتُ بَصَرِي فَإِذَا الْمَلَكُ الَّذِي جَاءَنِي بِحِرَاءٍ جَالِسٌ عَلَى كُرْسِيٍّ
بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، فَرُعِبْتُ مِنْهُ، فَرَجَعْتُ فَقُلْتُ زَمِّلُونِي.
فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {يَا أَيُّهَا الْمُدَّثِّرُ * قُمْ فَأَنْذِرْ} إِلَى
قَوْلِهِ {وَالرُّجْزَ فَاهْجُرْ} فَحَمِيَ الْوَحْىُ وَتَتَابَعَ ".
تَابَعَهُ عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ وَأَبُو صَالِحٍ. وَتَابَعَهُ هِلاَلُ بْنُ
رَدَّادٍ عَنِ الزُّهْرِيِّ. وَقَالَ يُونُسُ وَمَعْمَرٌ " بَوَادِرُهُ
English Translation :
Ibn Shihaab said informed me Abu Salama bin
Abd_dur Rahman that Narrated Jabir bin `Abdullah Al-Ansari while talking about
the period of pause in revelation reporting the speech of the Prophet (PBUH)
(s.a.w): "While I was walking, all of a sudden I heard a voice from the
sky. I looked up and saw the same angel who had visited me at the cave of Hira`
sitting on a chair between the sky and the earth. I got afraid of him and came
back home and said, `Wrap me (in blankets).` And then Allah revealed the
following Holy Verses (of Qur`an):`O you (i.e. Muhammad)! wrapped up in
garments!` Arise and warn (the people against Allah`s Punishment),up to `and
desert the idols.`After this the revelation started coming strongly, frequently
and regularly."
হাদিসের ব্যাখ্যাঃ
হযরত জাবির ইবনে আবদুল্লাহ আনসারী (রা.) বর্ণনা করেন,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “আমি একবার রাস্তায় হাঁটছিলাম, হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ
শুনতে পেলাম। আমি তাকিয়ে দেখলাম, সেই ফেরেশতা যে হযরত হিরা গুহায় আমার কাছে এসেছিল,
সে একটি চেয়ারে আকাশ ও পৃথিবীর মাঝখানে বসে আছে। আমি ভয়ে ভীত হয়ে বাড়িতে ফিরে এসে
বললাম, ‘আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও।’ তারপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই আয়াতগুলো
নাজিল করলেন:
হে আবৃত বস্ত্রধারী!
দাঁড়াও এবং সতর্ক করো (মানুষদেরকে আল্লাহর আযাব সম্পর্কে),
এবং মাত্তূকদের (মূর্তিপূজারীদের) বর্জন করো।
এরপর থেকে ওহী বারবার, নিয়মিত এবং প্রবলভাবে আসতে
শুরু করলো।”
এই হাদিস থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারি, সেগুলো
হলো:
রাসূলুল্লাহ (সা.)-এর ওপর প্রথম ওহী নাজিল হয়েছিল
হযরত হিরা গুহায়।
এরপর কিছুদিন ওহী বন্ধ ছিল।
এই সময় রাসূলুল্লাহ (সা.) খুবই দুশ্চিন্তাগ্রস্ত
ছিলেন।
তিনি মনে করেছিলেন যে, তিনি হয়তো আল্লাহর পক্ষ থেকে
কোনও বার্তা নিয়ে আসতে পারেননি।
একদিন তিনি আবার আকাশ থেকে আওয়াজ শুনতে পেলেন এবং
সেই ফেরেশতাকে দেখতে পেলেন।
এরপর আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন এবং রাসূলুল্লাহ
(সা.)-এর দুশ্চিন্তা দূর হলো।
এরপর থেকে ওহী নিয়মিত এবং প্রবলভাবে আসতে শুরু করলো।
এই হাদিস থেকে আমরা এও জানতে পারি যে, ওহী নাজিল হওয়ার
সময় রাসূলুল্লাহ (সা.) খুবই ভীত হয়ে যেতেন। এটি একটি স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল,
কারণ ওহী নাজিল হওয়ার সময় ফেরেশতারা রাসূলুল্লাহ (সা.)-এর সামনে হাজির হতেন এবং তাঁর
উপর ওহী নাজিল করতেন। এটি ছিল একটি খুবই আধ্যাত্মিক অভিজ্ঞতা, যা রাসূলুল্লাহ (সা.)-এর
পক্ষে সহজ ছিল না।
তবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ (সা.)-কে সাহায্য করতেন
এবং তাঁকে শান্ত করতেন। এভাবে রাসূলুল্লাহ (সা.) ওহী নাজিল হওয়ার প্রতিটি মুহূর্তে
সাহস এবং ধৈর্য ধরে রাখতে পারতেন।
আমরা এই হাদিস থেকেও জানতে পারি যে, ওহী নাজিল হওয়া
একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এটি রাসূলুল্লাহ (সা.)-এর নববৃত্তি এবং ইসলামের প্রতিষ্ঠার
সূচনা। এটি একটি মহান ঘটনা যা আমাদের প্রত্যেকের জন্যই অনুপ্রেরণা।
Post a Comment
0 Comments