SAHIH BUKHARI (সহি বুখারি) | BELIEF (বিশ্বাস) | HADITH (হাদিস) NO 3

 



STUDY HADITH

হাদিসের বাখ্যা

SAHIH BUKHARI (সহি বুখারি)

Belief ( বিশ্বাস)

Hadith(হাদিস) No. 3

 

 

Hadith(হাদিস):

 

আরবি উচ্চারণ:

حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي السَّفَرِ، وَإِسْمَاعِيلَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ ‏"‏‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا دَاوُدُ عَنْ عَامِرٍ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏ وَقَالَ عَبْدُ الأَعْلَى عَنْ دَاوُدَ عَنْ عَامِرٍ عَنْ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم

 

English Translation:

Narrated By `Abdullah bin `Amr : The Prophet (PBUH) said, "A Muslim is the one who avoids harming Muslims with his tongue and hands. And a Muhajir (emigrant) is the one who gives up (abandons) all what Allah has forbidden."


হাদিসঃ


হযরত আব্দুল্লাহ ইবনে আমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, “মুসলিম সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে মুসলমানরা নিরাপদ।” (বুখারী, হাদিস: ১০)


ভাব অর্থঃ

এই হাদিসে রাসূলুল্লাহ মুসলমানের পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন, মুসলমান সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ। অর্থাৎ, মুসলমানকে তার কথা ও কাজে অন্য মুসলমানদের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে। তার কথায় যেন কোনো প্রকার মিথ্যা, বিদ্বেষ, হিংসা বা ঝগড়া না থাকে। তার কাজে যেন কোনো প্রকার অন্যায়, অত্যাচার বা জুলুম না থাকে।


ব্যাখ্যা:

মানুষের কথা ও কাজ তার চরিত্রের বহিঃপ্রকাশ। তাই একজন মুসলমানের কথা ও কাজ অবশ্যই তার ঈমানের পরিচায়ক হতে হবে। তার কথা ও কাজে যেন কোনো প্রকার অশান্তি, বিশৃঙ্খলা বা অস্থিরতা সৃষ্টি না হয়। বরং তার কথা ও কাজ যেন মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধি করে।


প্রয়োগঃ

এই হাদিসের শিক্ষা আমাদেরকে আমাদের কথা ও কাজে সতর্ক থাকতে হবে। আমাদের কথা ও কাজ যেন কখনোই অন্য মুসলমানদের ক্ষতি না করে। আমাদের কথা ও কাজ যেন সবসময় ভালোবাসা, সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধি করে।


উপসংহারঃ

মুসলমানের পরিচয় হলো, তার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ। তাই আমাদের কথা ও কাজে সবসময় সতর্ক থাকতে হবে। আমাদের কথা ও কাজ যেন কখনোই অন্য মুসলমানদের ক্ষতি না করে। আমাদের কথা ও কাজ যেন সবসময় ভালোবাসা, সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধি করে।


Post a Comment

0 Comments