SAHIH BUKHARI (সহি বুখারি) | BELIEF (বিশ্বাস) | HADITH (হাদিস) NO 4

 



STUDY HADITH

হাদিসের বাখ্যা

SAHIH BUKHARI (সহি বুখারি)

Belief ( বিশ্বাস)

Hadith(হাদিস) No. 4

 

 

Hadith(হাদিস):

 

আরবি উচ্চারণ:

حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقُرَشِيِّ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَىُّ الإِسْلاَمِ أَفْضَلُ قَالَ ‏"‏ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ‏"

English Translation:
Narrated By Abu Musa : Some people asked Allah`s Apostle, "Whose Islam is the best? i.e. (Who is a very good Muslim)?" He replied, "One who avoids harming the Muslims with his tongue and hands."

হাদিসঃ

হযরত আবু মূসা আশআরী (রা.) বর্ণনা করেন, একদল সাহাবী রাসূলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলেন, ‘কেসের ইসলাম সর্বোত্তম?’ অর্থাৎ, কে খুব ভালো মুসলমান? রাসূলুল্লাহ (সা.) বললেন, ‘যে ব্যক্তি তার মুখ ও হাত দিয়ে মুসলমানদেরকে কষ্ট না দেয়।’

অনুবাদঃ

এই হাদিসে রাসূলুল্লাহ (সা.) মুসলমানদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি সতর্ক করেছেন। তিনি বলেছেন, একজন ভালো মুসলমান হলেন সেই ব্যক্তি, যে তার মুখ ও হাত দিয়ে মুসলমানদেরকে কষ্ট না দেয়।

মুখ দিয়ে কষ্ট দেওয়ার অর্থ হলো, কারো সম্পর্কে খারাপ কথা বলা, তার দোষ বর্ণনা করা, তার মর্যাদাহানি করা ইত্যাদি। হাত দিয়ে কষ্ট দেওয়ার অর্থ হলো, কাউকে শারীরিকভাবে আঘাত করা, তার সম্পদ নষ্ট করা, তার প্রতি অবিচার করা ইত্যাদি।

রাসূলুল্লাহ (সা.) এই হাদিসে মুসলমানদেরকে এ জন্যই সতর্ক করেছেন, কারণ একজন মুসলমানের অন্য মুসলমানের প্রতি সহানুভূতিশীল ও দয়ালু হওয়া উচিত। সে তার ভাইয়ের কষ্ট অনুভব করতে পারতে হবে এবং তার কষ্ট দূর করার চেষ্টা করতে হবে।

যে ব্যক্তি তার মুখ ও হাত দিয়ে মুসলমানদেরকে কষ্ট দেয়, সে আসলে ইসলামের মূল শিক্ষার পরিপন্থী কাজ করছে। সে একজন ভালো মুসলমান হতে পারে না।

তাই আমাদের সবার উচিত, রাসূলুল্লাহ (সা.)-এর এই হাদিসের শিক্ষাকে স্মরণ রাখা এবং অন্য মুসলমানদেরকে কষ্ট না দেওয়ার চেষ্টা করা।

বাংলা সংস্করণঃ

আবু মূসা আশআরী (রা.) বর্ণিত, একদল সাহাবী রাসূলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলেন, ‘কেসের ইসলাম সর্বোত্তম?’ অর্থাৎ, কে খুব ভালো মুসলমান? রাসূলুল্লাহ (সা.) বললেন, ‘যে ব্যক্তি তার মুখ ও হাত দিয়ে মুসলমানদেরকে কষ্ট না দেয়।’

এই হাদিসে রাসূলুল্লাহ (সা.) মুসলমানদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি সতর্ক করেছেন। তিনি বলেছেন, একজন ভালো মুসলমান হলেন সেই ব্যক্তি, যে তার মুখ ও হাত দিয়ে মুসলমানদেরকে কষ্ট না দেয়।

মুখ দিয়ে কষ্ট দেওয়ার অর্থ হলো, কারো সম্পর্কে খারাপ কথা বলা, তার দোষ বর্ণনা করা, তার মর্যাদাহানি করা ইত্যাদি। হাত দিয়ে কষ্ট দেওয়ার অর্থ হলো, কাউকে শারীরিকভাবে আঘাত করা, তার সম্পদ নষ্ট করা, তার প্রতি অবিচার করা ইত্যাদি।

রাসূলুল্লাহ (সা.) এই হাদিসে মুসলমানদেরকে এ জন্যই সতর্ক করেছেন, কারণ একজন মুসলমানের অন্য মুসলমানের প্রতি সহানুভূতিশীল ও দয়ালু হওয়া উচিত। সে তার ভাইয়ের কষ্ট অনুভব করতে পারতে হবে এবং তার কষ্ট দূর করার চেষ্টা করতে হবে।

যে ব্যক্তি তার মুখ ও হাত দিয়ে মুসলমানদেরকে কষ্ট দেয়, সে আসলে ইসলামের মূল শিক্ষার পরিপন্থী কাজ করছে। সে একজন ভালো মুসলমান হতে পারে না।

তাই আমাদের সবার উচিত, রাসূলুল্লাহ (সা.)-এর এই হাদিসের শিক্ষাকে স্মরণ রাখা এবং অন্য মুসলমানদেরকে কষ্ট না দেওয়ার চেষ্টা করা।

আমরা যদি সবাই এই হাদিসের শিক্ষাকে মেনে চলি, তাহলে আমাদের সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাত অনুযায়ী জীবনযাপন করার তাওফিক দান করুন।

 

Post a Comment

0 Comments