SAHIH BUKHARI (সহি বুখারি) | BELIEF (বিশ্বাস) | HADITH (হাদিস) NO 5
STUDY HADITH
হাদিসের বাখ্যা
SAHIH BUKHARI (সহি বুখারি)
Belief ( বিশ্বাস)
Hadith(হাদিস) No. 5
Hadith(হাদিস):
আরবি উচ্চারণ:
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ،
عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله
عنهما ـ أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ الإِسْلاَمِ خَيْرٌ
قَالَ " تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ
لَمْ تَعْرِفْ
English Translation:
Narrated
By `Abdullah bin `Amr : A man asked the Prophet (PBUH) , "What sort of
deeds or (what qualities of) Islam are good?" The Prophet (PBUH) replied,
`To feed (the poor) and greet those whom you know and those whom you do not
know`.
হাদিসঃ
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী
করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন, "ইসলামের কোন্ কোন্
কাজ উত্তম?" তিনি বললেন, "ক্ষুধার্তকে খাদ্য দান করা এবং তোমার পরিচিত ও
অপরিচিত সকলকে সালাম করা।" (বুখারী ও মুসলিম)
ব্যাখ্যাঃ
এই হাদিসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুটি উত্তম কাজের
কথা বলেছেন। প্রথমটি হলো, ক্ষুধার্তকে খাদ্য দান করা। ইসলামে দান-খয়রাতকে অত্যন্ত
গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
"দানশীল ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার ডান হাতের দানসমূহ তার বাম হাতকে দেখিয়ে
বলবে, হে আমার বাম হাত! আমার সম্পদ থেকে তুমি কত কম পেয়েছো!" (বুখারী)
দ্বিতীয়টি হলো, সকলকে সালাম করা। সালাম ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি
আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "তোমরা সালামের ব্যাপক
প্রচার করো।" (মুসলিম)
বাংলা সংস্করণঃ
এই হাদিসের বাংলা সংস্করণ নিম্নরূপ:
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি নবী
করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন, "ইসলামের কোন্ কোন্
কাজ উত্তম?" তিনি বললেন, "ক্ষুধার্তকে খাদ্য দান করা এবং তোমার পরিচিত ও
অপরিচিত সকলকে সালাম করা।"
ক্ষুধার্তকে খাদ্য দান করা একটি অত্যন্ত মহৎ কাজ। এটি দান-খয়রাতের একটি
গুরুত্বপূর্ণ অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "দানশীল
ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার ডান হাতের দানসমূহ তার বাম হাতকে দেখিয়ে বলবে, হে
আমার বাম হাত! আমার সম্পদ থেকে তুমি কত কম পেয়েছো!"
সালাম একটি গুরুত্বপূর্ণ ইসলামি আদব। এটি মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ও
সৌহার্দ্য বৃদ্ধি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
"তোমরা সালামের ব্যাপক প্রচার করো।"
এই হাদিস থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারি। প্রথমত, আমরা সবসময়
ক্ষুধার্তদের সাহায্য করতে হবে। দ্বিতীয়ত, আমরা সবসময় সকলকে সালাম দিতে হবে। এগুলো
দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যা আমাদেরকে উত্তম মুসলমান হিসেবে গড়ে তুলতে সাহায্য
করবে।
উপসংহারঃ
এই হাদিস থেকে আমরা ইসলামের দুটি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারি। প্রথমত,
দান-খয়রাত একটি অত্যন্ত মহৎ কাজ। দ্বিতীয়ত, সালাম একটি গুরুত্বপূর্ণ ইসলামি আদব।
আমরা সবসময় এগুলোকে গুরুত্ব দিতে হবে এবং আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমে
আমরা উত্তম মুসলমান হিসেবে গড়ে উঠতে পারব।
Post a Comment
0 Comments